ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

ইংল্যান্ডকে ২৮৫ রানের টার্গেট দিল আফগানিস্তান

দিল্লির উইকেটে ব্যাটে বল আসে সাবলীলভাবে। তাতে স্কোরবোর্ডে বড় সংগ্রহ জমা করা যায়। ইংল্যান্ডের বিপক্ষেও আফগানিস্তানের সংগ্রহটা কম বলা যাবে না। এক বল বাকি থাকতেই সব উইকেট হারিয়ে ২৮৪ রানে থামে আফগানদের ইনিংস।


টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে রাহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান দারুণ শুরু এনে দিয়েছিলেন আফগানিস্তানকে। তাদের উদ্বোধনী জুটিতে ১১৪ রান যোগ করে আফগানিস্তান। এরপর ৯ রানে ৩ উইকেট হারিয়ে হঠাৎ করেই চাপে পড়ে আফগানরা। ৫৭ বলে ৮০ রান করে রান আউট হয়ে ফেরেন গুরবাজ।


এরপর আফগানদের হাল ধরেন ইকরাম আলিখিল। ৬৬ বলে ৫৮ রান আসে তাঁর ব্যাট থেকে। আর শেষ দিকে দুই স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমানের ক্যামিও ইনিংসে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ২৮৪ রান। রশিদ ২৩ এবং মুজিব ফেরেন ২৮ রান করে।


ইংলিশদের হয়ে বল হাতে ১০ ওভারে এক মেইডেনে ৪২ রান খরচায় তিন উইকেট শিকার আদিল রশিদের। দুই উইকেট মার্ক উডের। একটি করে নিয়েছেন টপলি, লিয়াম লিভিংস্টন ও জো রুট।

ads

Our Facebook Page